মুস্তাকিম নিবিড়ঃ
পুরাতন ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের। যিনি ছিলেন জাতি ধর্ম দল মত নির্বিশেষে সর্বজনীন একজন ব্যক্তিত্ব, ছিলেন অবিভক্ত ঢাকার সফল মেয়র। বঙ্গবন্ধু পরিবারের ও বঙ্গবন্ধু কন্যার প্রতি ছিল তার চরম আনুগত্য। বর্তমান প্রধানমন্ত্রী তাকে খুব শ্রদ্ধা ভরেই ডাকতেন হানিফ ভাই। তারই সুযোগ্য সন্তান ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। যিনি হিন্দু মুসলিম তেলেগু সকল ধর্মাবলম্বী মানুষের কাছে নিজ কর্ম গুনে অনেক জনপ্রিয়।
মেয়র থাকাকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের মৃতদের দাহ প্রক্রিয়া করেছিলেন সম্পূর্ণ বিনামূল্যে। দাহকার্যে প্রয়োজনীয় কাঠ লাকড়ি ও করে দিয়েছিলেন সম্পূর্ণ ফ্রি। বিভিন্ন পূজা-পর্বণে করেছেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তেলুগু সম্প্রদায় দের আবাসনের জন্য করেছেন যুগান্তকারী আবাসন প্রকল্প। এমন কর্মযজ্ঞ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঢাকার কোন জনপ্রতিনিধি এর আগে করেনি। সনাতন ধর্মাবলম্বী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় এ পর্যন্ত যত রাজনীতিবিদ ছিলেন, সবাই বড় বড় কথা বললেও হিন্দুদের জন্য কেবলমাত্র সাঈদ খোকনই মন খুলে সেবা করেছেন। তাই তারা সাঈদ খোকনকেই ভোট দিবেন।
মুসলিমদের জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ এবং কবরস্থানে দাফন কাফন ব্যবস্থা বিনামূল্যে করা তার ছিল অন্যতম আকর্ষণীয় সাফল্য। সকল ধর্মের প্রতি সাইদ খোকনের শ্রদ্ধা ও মমত্ববোধের কারণে তিনি হয়ে উঠেছেন ঢাকাবাসীর জনপ্রিয়তার অন্যতম এক তারকা ব্যক্তিত্ব। গত মঙ্গলবার সাঈদ খোকন দৈনিক জাতীয় অর্থনীতিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন “তিনি সংখ্যালঘু কিংবা সংখ্যা গুরু বোঝেন না, তিনি মনুষ্যত্বকে প্রাধান্য দেন। তিনি হিন্দু মুসলিম সবার জন্য সমানভাবে কাজ করে যেতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণে নৌকা মার্কায় ভোট চান”