1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

যেসব নতুন ফিচার নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ১২

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

গুগল সম্পূর্ণ ভার্সনটি প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ না করলেও একটি সময় রেখা শেয়ার করেছে যেখানে দেখা যায় যে এই বছেরর জুন-জুলাই মাসে রিলিজ পাবে Android 12 Beta 2, 3। তারপরই রিলিজ পাবে সম্পূর্ণ ভার্সনটি।

android-2.jpg

গত ১৯ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল 9to5google সিস্টেমটির সেরা ফিচারগুলো নিয়ে একটি ভিডিও বের করে। সেই ভিডিও অনুসারে Android 12 এর কিছু পরিবর্তিত ডিজাইন ও নতুন ফিচার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা নিচে তুলে ধরা হলো-

ডিজাইনের ক্ষেত্রে এবার নতুন কালার থিম ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড। Light এবং Dark থিম দুটোতেই হালকা নীলাভ আভার দেখা মিলেছে ডেভেলাপার প্রিভিউতে। মিডিয়া প্লেয়ারের UI ডিজাইনেও আনা হয়েছে পরিবর্তন এবং কালার হিসেবে প্রাধান্য দেয়া হয়েছে নীল রঙের ওপর। থাকছে একের অধিক ব্লুটুথ ডিভাইস সংযোগের সুবিধা। সেই সাথে আবার Settings>Sound & Vibration>Media তে বাছাই করা যাবে পছন্দের মিডিয়া প্যানেল।

android-2.jpg

Android 12 ভার্সনে Wifi পাসওয়ার্ড শেয়ার আরও সহজ করতে নতুন ফিচার হিসেবে এসেছে Nearby Share। Search করে Nearby Device সিলেক্ট করে খুব সহজেই Wifi পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। এছারাও সেটিংসে টুগলের আকার পরিবর্তনসহ ছোটবড় ডিজাইনে পরিবর্তন ও নতুন ফিচার নিয়ে এসেছে গুগলের Android 12.

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি