মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব: যৌতুকের দাবীতে ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাদিয়া আক্তার বীনাকে হত্যার অভিযোগে ভিকটিমের স্বামী শাহাদাৎ হোসেন ও তার বড় ভাই এএসপি আব্দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা-৪ এর বিচারক মো. শাহরিয়ার কবিরের আদালতে ভিকটিমের ভাই মো. সাদেক হোসেন বাচ্চু বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন-মেরাজ হোসেন শাওন,মাইনউদ্দিন,শাহিন,হেনা বেগম,সৈয়দ আহম্মেদ,জেরিন তাসমিয়া,সুমাইয়া ও হামিদা বেগম। বাদী পক্ষের আইনজীবী নারগিস আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৫ অক্টোবর আসামিরা ভিকটিমের নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। যৌতুক না পেয়ে আসামিরা ভিকটিমের শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি থাপ্পর মারিতে থাকে। এক পর্যায়ে আসামিরা ভিকটিমকে লাঠি দিয়ে পিটিয়ে মেরুদন্ডের হাড় ভেঙে দেয়। এরপর আসামিরা ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে ধাক্কা মারিয়া ছাদ হইতে নিচে ফেলিয়া দেয়। এতে করে ভিকটিম মারাত্মক জখমপ্রাপ্ত হইয়া জ্ঞান হারাইয়া ফেলে। পরবর্তীতে ১৬ অক্টোবর ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।