সম্প্রতি ভারতের চেন্নাইয়ের এক স্কুলের ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। চেন্নাইয়ের পদ্ম শেশাদ্রি বালা ভবনের (পিএসবিবি) এক শিক্ষক একাধিক ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। রাজাগোপালান নামের ওই শিক্ষক বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে আছেন।
যৌন নিগ্রহের ঘটনায় বিধ্বস্ত ভারতের তারকা ক্রিকেটার ও পিএসবিবি স্কুলের সাবেক ছাত্র রবিচন্দ্রন অশ্বিন। মঙ্গলবার টুইটারে অশ্বিন লেখেন, ‘এই ঘটনা জানার পর কয়েকটা রাত আমি খুবই বিরক্ত ছিলাম। আমি পিএসবিবির সাবেক ছাত্র বলেই নয়, আমারও দুইটা অল্প বয়সী মেয়ে আছে। আজ রাজাগোপালানের মতো একটা নাম উঠে এসেছে। কিন্তু ভবিষ্যতে এ রকম ঘটনা বন্ধ করার জন্য আমাদের কাজ করতে হবে এবং এই সিস্টেম সম্পূর্ণ বদলাতে হবে। আমি জানি বিচার ও আইনব্যবস্থা সময় নেবে। কিন্তু আমাদের এগিয়ে এসে এই সিস্টেমকে পরিষ্কার করে পুনরায় দেখতে হবে।’
তিনি আরো লেখেন, ‘আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের শিশুদের নিজেদের মেলে ধরার জন্য শুধুই সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো বিকল্পই রেখে যেতে পারছি না।’
জানা যায়, চেন্নাইয়ের ওই স্কুলশিক্ষক ২০ বছর ধরে ওই স্কুলেই পড়াচ্ছেন। দ্বাদশ শ্রেণিতে কমার্স এবং অ্যাকাউন্টেন্সি পড়ান উনি। ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের বিভিন্ন অশালীন প্রস্তাব দিয়েছেন।