1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

রংপুরে হিন্দুদের ওপর হামলা, চাঁদাবাজি রুখতে যুবদলের সভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের পতনের পর রংপুরে হিন্দুদের ওপর হামলা, চাঁদাবাজি রুখতে সভা করেছে মহারগর যুবদল।
রংপুরের গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন। মহানগর যুবদলের পক্ষ থেকে প্রতিটা ইউনিটের নেতাদের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয় ও কর্মসূচি দেয়া হয় সভা থেকে।
বৈষম্যবিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এতে যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করে রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, মসজিদে মুসল্লিদের প্রতি মহানগর যুবদলের নেতাদের পক্ষ থেকে ঘোষণাপত্র, কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে কোনো অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, চাঁদাবাজিসহ বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে তারা বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীসহ সব মন্দির যেভাবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে পাহারা দিচ্ছে তা অব্যাহত রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি