১১ দফা ন্যায্য দাবীতে রাজপথে রংপুর পরিচ্ছন্নতা কর্মীরা। দেশের সকল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাসিক বেতন নূন্যতম ১৮ হাজার টাকা নির্ধারণ, এবং পূর্ণবাসন না করে কলোনী থেকে উচ্ছেদ করা যাবেনা। গত ২১ আগস্ট ২০২৩ রংপুর জুম্মাপাড়ায় একদল সন্ত্রাসী রাতে পরিচ্ছন্নতা কর্মীদের উপরে ঘুমন্ত অবস্থায় হামলা করে। হামলায় নারী-পুরুষ অনেকেই আহত হয়।এইসকল পরিচ্ছন্নতা কর্মীদের অপরাধ কী? কেন তাদের ওপরে এই হামলা? গত দুই মাস যাবত রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ১১দফা ন্যায্য দাবী আদায়ের লক্ষে আন্দোলন করে আসছেন। আন্দোলনের পরে সিটি কর্পোরেশন মেয়ের পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ১০% বৃদ্ধি করেছিলেন। ফলে পরিচ্ছন্নতা কর্মীর। ২২০০ বর্তমান মাসিক বেতন দাঁড়িয়েছে ২ হাজার ৪৫০ টাকা ট্রাক ড্রাইভার ৭০০০ থেকে ৭,৭০০ টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী চার সদস্যদের একটি পরিবারকে খেয়ে পড়ে বেঁচে থাকতে লাগে ১৮ থেকে ২০ হাজার টাকা। এছাড়াও রয়েছে সন্তানদের শিক্ষা ব্যয়, পারিবারিক চিকিৎসা ব্যয় প্রতি মাসে ১০ থেকে ১২ হাজার টাকা।
ফলে প্রতি মাসে নূন্যতম ৩০ হাজার টাকা মাসিক বেতন হলে চার সদস্যের একটি পরিবার বেঁচে থাকতে পারে। বর্তমানে রংপুর সিটি করপোরেশন প্রতি মাসে পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন নির্ধারণ করেছে ২৪৫০ টাকা। এই বেতনে কীভাবে ৪ সদস্যের একটি পরিবার আজকের দিনে বেঁচে থাকতে পারে? এই বেতন কাঠামো শুধু রংপুর সিটি করপোরেশনের নয় এর চেয়ে আরো নিম্নতম বেতন কাঠামো আছে পৌরসভার দৈনিক মজুরি ৪০ টাকা বেতন ১২০০ শত টাকা! কোনো ভাবেই এই মজুরী শোষণ চলতে পারেনা!
আজকের বাংলাদেশ প্রতিষ্ঠায় শত বছরধরে পরিচ্ছন্নতা পেশায় জড়িতদের যথেষ্ট অবদান থাকার পরেও রাষ্ট্র তাদের অবদানকে স্বীকার করেনি। দেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকারের কথা বলে হলেও বাংলাদেশের ১৮-১৯ লাখ পরিচ্ছন্নতা কর্মীরা কী সমান অধিকার ভোগ করছে? পরিচ্ছন্নতা পেশার সাথে জড়িত অর্ধেক নারী কর্মী। আজকে দেশের পরিচ্ছন্নতা কর্মীদের জীবন জীবিকার কোন নিরাপত্তা বলে কিছু নেই? নিরাপত্তা থাকলে কীভাবে পুলিশের সামনে রংপুর মেয়রের সন্ত্রাসীরা পরিচ্ছন্নতা কর্মীদের হামলা করে , মা-বোনদেরকে পিটিয়ে আহত করে এ বিচার করবে কে?
আজকে পরিচ্ছন্নতা কর্মীদের জীবন জীবিকার কোন নিরাপত্তা নেই। দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদের ছেলেমেয়েদের ভর্তি নিতে চায়না, ভর্তির পরে পরিচয় জানলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া! উন্নয়নের নামে কলোনীগুলি উচ্ছেদের পাঁয়তার চলছে। গত বৈষম্য শোষণ নিপীড়নের এ ত্হিসাবে থাকব? কোন কারণে সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করা হয়নি।
কেন আমাদের অচ্ছুৎ ছোট জাতের তকমা লাগিয়ে জীবন জীবিকার নিরাপত্তা,গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারব না কেন, ১৯ লাখ পরিচ্ছন্নতা কর্মীদের কি শুধু ভোটের জন্য নাগরিক অধিকার দেয়া হয়েছে।
রংপর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপরে মেয়রের মদদে হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের 11 দফা দাবির মধ্যে যা যা রয়েছে।
* হামলায় আহতদের ক্ষতিপূরণ।* চাকুরীচ্যুতদের অবিলম্বে পুনরায় নিয়োগ।* ১১ দফা দাবী বাস্তবায়ন। * পৌরসভা, সিটি করপোরেশনের সকল পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগপত্র দিতে হবে। * সরকার কর্তৃক ঘোষিত পরিচ্ছন্নতা কর্মীদের (বিশেষ জনগোষ্ঠী) সরকারি নিয়োগের ক্ষেত্রে ৮০% কোটা কার্যকর করা। * সারা দেশের পৌরসভার বেতন বৃদ্ধি করে মাসিক বেতন ১৮০০০ হাজার করতে হবে। * স্বাস্থ্যসম্মত বাসস্থান , পুর্ণবাসন ছাড়া উচ্ছেদ করা চলবেনা। * সরকারের (পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে) আউটসোর্সিং নিয়োগ পদ্ধতি বাতিল করতে হবে। * পরিচ্ছন্নতা কর্মীদের সকল চিকিৎসা ব্যায় সরকারকে নিতে হবে। * সরকারি/পৌরসভার/সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত বহুতলা/ভবন শর্ত ছাড়া বরাদ্দ ।