হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী রেজওয়ানুল করিমের ভাষ্য, মায়ের চিকিৎসার জন্য ছোট ভাইকে সঙ্গে নিয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। জরুরি বিভাগে ভর্তির ৩০ টাকার জায়গায় ১০০ টাকা নেওয়া হলে সেই অতিরিক্ত টাকার রসিদ চান তাঁরা। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ছোট ভাই রাশেদ করিম মুঠোফোন দিয়ে ছবি তুললে তাঁকেও মারধর করা হয়। সেই সঙ্গে মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হলেও পরবর্তী সময়ে ফেরত দেওয়া হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি তুহিন ওয়াদুদ বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানার পরপরই হাসপাতালের পরিচালককে ফোনে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছি।’
হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।