1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

রণবীর-আলিয়ার বিয়ে ভুয়া, আলাদা থাকেন তারা: কঙ্গনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

মাঝেমাঝেই নানা বিষয়ে সমালোচনা করে আলোচনায় থাকেন কঙ্গনা রানাওয়াত। এবার রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েকে ভুয়া বললেন এ অভিনেত্রী। বললেন, বিয়ের পর থেকেই আলাদা থাকেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আলিয়াকে নাকি বিয়ে করতে চাননি রণবীর কিন্তু আলিয়ার বাবা-সম কোনও ব্যক্তি রণবীরকে তিনটি ছবি প্রমিস করার পরে ছবির কারণেই নাকি আলিয়াকে বিয়ে করেছেন রণবীর।
এখানেই শেষ নয়, রণবীর ও আলিয়ার দূরত্বের কারণেই নাকি নীতু সিংয়ের জন্মদিনে লন্ডনে সম্প্রতি কাপুর পরিবারের সঙ্গে দেখা যায়নি আলিয়া ও তাঁর কন্যা রাহাকে।
তবে পোস্টে কারোর নাম না নিলেও তাঁর বিশেষণ দেখেই বোঝা যাচ্ছে কাদের উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কেন এই কথা বললেন কঙ্গনা?
মঙ্গলবার সকালে কঙ্গনার নতুন একটি খবর ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। যে ঘটনাটি একেবারেই সত্যি নয়, ফেক এই নিউজ ছড়িয়ে পড়ার পড়েই চটেছেন কঙ্গনা. এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী। নাম না করেই তাঁর অভিযোগের তীর ওঠে রণবীর ও আলিয়ার বিরুদ্ধে।
তিনি দাবি করেন, এই তারকা দম্পতিই নাকি তাঁর নামে এই মিথ্যে খবর ছড়িয়েছে। পাশাপাশি তাঁর দাবি তারকা স্বামী নাকি বারংবার ফোন করে কঙ্গনার সঙ্গে দেখা করতেও চেয়েছেন।
মঙ্গলবার সকালে কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে দুটি স্টোরি শেয়ার করেছেন। তার মধ্যেই একটি একটি ছবির পোস্টার। পোস্টারে দেখা যায় দুটো চেহারা, রাজপ্রাসাদ আর বন্দুক। সেই পোস্টে দাবি করা হয়, উত্তর ও দক্ষিণের দুই সুপারস্টারকে দেখা যাবে এই ছবিতে। কারা তারা? সেখান থেকেই শুরু হয় অনুমানের পালা। অনেকেই লেখেন কঙ্গনা, রামচরণ, বিজয় সেতুপতির নাম। সেই পোস্টার শেয়ার করে কোনও ক্যাপশন লেখেননি অভিনেত্রী।
পাশাপাশি তিনি লেখেন, ‘যখনই আমি কোনও ছবির ঘোষণা করতে চাই তখনও আমাকে অপমান করতে আগেই সব সাংবাদিকদের কাছে মেইল চলে যায়। তাই আমি চাঙ্গু মাঙ্গুকে বলতে চাই, তোমাদের কি খুব জ্বলছে? সব পেপারে কী করে একই হেডলাইন আসে, কারণ এটা বাল্ক মাস মেইল। ডিয়ার চাঙ্গু মাঙ্গু যদি তোমরা খুবই আহত হও, তাহলে ভগবান তোমাদের আত্মাকে শান্তি দিক। ’
কঙ্গনা আরও লেখেন, ‘আরেকটা নকল খবর স্বামী স্ত্রীর জুটি ছড়াচ্ছে, যাঁরা আলাদা ফ্লোরে থাকে, দম্পতি হওয়ার নাটক করে, মিন্ত্রার একটি ব্র্যান্ডকে নিজেদের ব্র্যান্ড বলে চালায়, সিনেমা ঘোষণার নামে ফেক নিউজ ছড়ায়। সম্প্রতি ফ্যামিলি ট্রিপে কেন বাদ পড়ল স্ত্রী আর মেয়ে, তা নিয়ে কেউ লিখল না। তথাকথিত স্বামী আমাকে বারংবার টেক্সট করছে, দেখা করার অনুরোধ করছে। এই নকল দম্পতির মুখোশ খোলা খুবই জরুরি। ’
তাঁর দাবি, ‘ছবির প্রচার, টাকা, কাজ এসবের জন্য যখন বিয়ে করলে এরকমই হবে। অভিনেতা ওই নায়িকার মাফিয়া ড্যাডির চাপে বিয়ে করেছে, বিয়ের পরিবর্তে তাঁকে ওই মাফিয়া ড্যাডি ট্রিলজি প্রমিস করেছিল। কিন্তু এখন সেই ট্রিলজি বাতিল হয়ে গেছে তাই এখন ওই বিয়ে থেকে বেরিয়ে আসতে মরিয়া অভিনেতা। কিন্তু দুঃখের বিষয় এখন আর ওই অভিনেতাকে নেওয়ার কেউ নেই। স্ত্রী ও মেয়ের খেয়াল রাখা উচিত। এটা ভারত, আর এখানে একবার বিয়ে হয়ে গেছে তো হয়ে গেছে। এবার শুধরে যাও। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি