সংযুক্ত আরব আমিরাত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের আহবায়ক, বিএনপি নেতা নাঈম উদ্দীন টিপুর শ্রদ্ধেয় মাতা ও ৭নম্বর রাউজান ইউনিয়নের মৃত কামাল আহমেদ সওদাগরের সহধর্মিণী ফরিদা বেগম ২৩ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবন (কাফ ম্যানশনে) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে পুত্রবধু মেয়ের জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরেরদিন ২৪ নভেম্বর দুপুর ২টায় মোহাম্মদপুর মহিউল উলুম মাদরাসায় মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়্যদা খুরশিদ জাহান বেলি, উত্তরজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এম এ হালিম, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সমাজসেবক ফিরোজ আহমেদ, হাজী জসিম উদ্দিন, সৈয়্যদ মঞ্জুরুল হক, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, হাসান জসিম, রেজাউর রহিম আজম, সাবের সুলতান কাজল, বিএনপি নেতা এনাম উল্লাহ, মোজাম্মেল হক, শেখ জসিম উদ্দিন, ইউসুফ তালুকদার, রাসেল খান, মহিউদ্দিন, শাজাহান সাহিল, মো. সুমন, মঞ্জুরুল আলম, নিজাম সুজন, আলী মুন্না, তসলিম উদ্দিন, সৈয়্যদা সেলিনা আকতার শেলি, হাসান বাহাদুর, আব্দুর রহিম, মোজাম্মেল চৌধুরী রাসেল, আব্দুল মান্নান মনি, জাগের হোসেন বাহাদুর, একরাম মিয়া, রবিউল, জবরুত খাঁন চৌধুরী, মাসুদ চৌধুরী, পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, জানে আলম, শাহ আলম, রেওয়াজ, শহিদ চৌধুরী, আল মারুফ, সাইফুদ্দিন রিবন, শাহাদাত মির্জা, মো. কাইয়্যুম, সম্রাট চৌধুরী, জসিম মেম্বার, সেলিম, এস.এম মাসুন, মানিক, জাহাঙ্গীর মাইকেল, মিজান রিপন, তৌহিদ, নাছির, শাকেল, নাওশেদ প্রমুখ।