সঞ্জয় বড়ুয়া, রাউজান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
রাউজান পৌরসভার নাগরিকদের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষ্যে ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন দিল্লির ম্যাক্স সুপার স্পেশিয়ালিটি হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের পরিচালক ডাক্তার দোদুল মন্ডল।
সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুমন ধর, পৌর প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, ডাক্তার দীপক সরকার, ডাক্তার মোহাম্মদ মহসিন, ডাক্তার শাহারিয়ার, ডাক্তার মোহাম্মদ রিদুয়ান, ডা. জাহেদ উল্লাহ, ডা. মানব কুমার বিশ্বাস, ডা. মেজবাহ উদ্দিন, ডা. প্রদীপ কান্তি দাশ, আলী আশরাফ, কাউন্সিলর জেবুন্নেছা, জন্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ। এই কর্মশালায় পৌরসভার বিভিন্ন চিকিৎসকসহ এবং পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।