1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

রাজউক উদাসীনতা,আবেদন করে ও ব্যবস্থা নিচ্ছে না। বনশ্রীতে নকশা বহিভূত বাড়ি

আবু তাহের বাপ্পা
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

আবু তাহের বাপ্পা : রাজধানী রামপুরা বনশ্রী   আবাসিক  ভবন (৮ নং বাড়ি এভিনিউ ৩ রোড নাম্বার ৯ ব্লক ডি,) নকশা প্লান পাশ করা আবাসিক  ভবন ৬ তলা।অথচ অর্থ লোভি বাড়িওয়ালা  বাড়িটি নির্মাণ করেছে ৭ তলা। তার উপরে দুটি মোবাইল কোম্পানি টাওয়ার বসিয়েছে।নিচ তালা গাড়ি পার্কিং না করে অবৈধ ভাবে দোকান বানিয়েছে দ্বিতীয় তলা অবৈধভাবে রেস্টুরেন্ট ও সীসার ভার। তৃতীয় তলায় অফিস ভাড়া দিয়েছে। কিভাবে আবাসিক ভবনে  বাণিজ্যিক ভবন বানিয়ে ব্যবসা শুরু করেছে। দ্বিতীয় তলা রেস্টুরেন্ট হওয়া উপরে ভবনের বাসিন্দারা আতঙ্কে থাকে।  যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হতে পারে।  গত ৪/৩/২০২৪ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক অথরাইজড অফিসার ৬/১ বরাবর আবেদন করে অজুফা বেগম তিনি বলেন আমার পাচপুত্র  মধ্যে মো: জুয়েল ও মোঃ ইসরাফিল কে ঠকিয়ে অন্য  তিনপুত্র মোঃ আবুল কালাম,  মোঃ মজিবর,  মোঃ দিনার, জোর পূর্বক তাদের ক্ষমতার অপব্যবহার করে ভূমিদস্যুর মত উল্লেখিত ভবনটি একটি আবাসিক ভবন হওয়া স্বত্বেও রাজউক এর অনুমোদিত নকশার বাইরে বাণিজ্যিক ভাবে গ্রাউন্ড ফ্লোরে গাড়ী পার্কিং এর স্থানে নকশা বহির্ভূত দোকান ঘর নির্মাণসহ দ্বিতীয় ভলায় আবাসিক ফ্ল্যাট ভেঙ্গে নকশা বহির্ভূত ভাবে রেষ্টুরেন্ট ও উক্ত ভবনের ৩য় ও ৪র্থ তলায় বাণিজ্যিক অফিস নির্মাণ করিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। আমি বিভিন্ন সময় আমার অবাধ্য তিন সন্তানকে না। করা সত্ত্বেও তারা উক্ত রাজউক এর অনুমোদনহীন ব্যবসা চালাচ্ছে। কিন্তু বর্তমানে বেইলি রোডের মত আরেকটি দূর্ঘটনা যেনো না হয় তার প্রযোজনীয় ব্যবস্থা করা অতি জরুরী মনে করেন। এছাড়াও তারা নকশা বহির্ভূতভাবে ছয় তলার উপরে সাত তলা নির্মাণ করিয়া ফ্ল্যাট ভাড়া এবং সাততলার উপরে বাংলালিংক ও রবি কোম্পানীর ২টি টাওয়ার ভাড়া দিয়াছে এবং অবৈধ ভাবে তারা আর্থিক লাভবান হইতেছে। এই অন্যায় লোভের কারণে ভবনটি অতিরিক্ত লোড ও ভারসাম্যহীন হয়েছে এবং বয়স্ক ব্যক্তি ও শিশুদের দৈহিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধনসহ যে কোন সময় একটি মারাত্মক ভাবে ভবনের বসবাসরত ১২০/১৩০ জন লোকের জানমালের ক্ষতি হইতে পারে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবনটিকে ঝুঁকিপূর্ণ অবস্থা  থেকে মুক্ত করা। তিনি প্রশ্ন তোলেন কিভাবে ইলেকট্রিক, ওয়াসা এবং গ্যাসের লাইন কিভাবে  বাণিজ্যিক হলো। জনাব,মোঃ জুয়েল আহমেদ জানতে চাইলে তিনি বলেন গত ১৫ /৭ /২০২০ ইং রাজউক উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম কোন ব্যবস্থা নেয়নি আমাদের তিন ভাই  মোঃ আবুল কালাম মোঃ মজিবর  মোঃ দিনার, জোর পূর্বক তাদের ক্ষমত অপব্যবহার করে ভূমিদস্যুর মত উল্লেখিত ভবনটি একটি আবাসিক ভবন হওয়া সত্ত্বেও রাজউক এ অনুমোদিত নকশার বাইরে বাণিজ্যিক ভাবে গ্রাউন্ড ফ্লোরে গাড়ী পার্কিং এর স্থানে নকশা বহিভূত দোক ঘর নির্মাণসহ দ্বিতীয় তলায় আবাসিক ফ্ল্যাট ভেঙ্গে নকশা বহিভূত করে রেস্টুরেন্ট নির্মাণ তৃতীয় তল আবাসিক ফ্ল্যাট ভেঙ্গে বাণিজ্যিক অফিস ভাড়া নিয়াছে। এছাড়াও তারা নকশা বহির্ভূতভাবে ছয় তলা স্থানে সাত ভালা নির্মাণ করিয়া ভাড়া দিয়ে অবৈধ ভাবে আর্থিক লাভবান হইতেছে। উহার ফলে ভবনটি ঝুঁকির মধ্যে আছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়া জান মালের ক্ষতির সম্ভবনা আছে।আপনাদের মিডিয়ার মাধ্যমে উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন আইনী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবনটিকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বাঁচানোর জন্য প্রয়োজনী পদক্ষেপ গ্রহণে আপনার সদয় কামনা করছি।     মাঠ পর্যায়ে পরিদর্শক অফিসার মো;জিয়া কে ফোন দিলে রিসিভ করেনাই যেকোনো সময় আলোচিত ঘটনা বেলিরোডে ও অতিরিক্ত ওজনের কারণে রানা প্লাজার মত ধ্বংসস্তূপ পরিণত হতে পারে এই দায় কি রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ নিবে  সাধারণ জনগণের প্রশ্ন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি