জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয় সকাল ১০ টা থেকে। এসময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোলে পুলিশি বাধার মুখে পড়ে।
বেলা ১২টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সঙ্গে এসময় বিএনপিকর্মীদের সংঘর্ষও বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জিয়াউর রহমানের খেতাব বাতিল ইস্যুতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা আগেই দিয়েছিলো বিএনপির নেতাকর্মীরা। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা।
সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) জিয়াউর রহমানের নানান কর্মকাণ্ড তুলে ধরে তার বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাব করে। এরপরই আন্দোলনের ডাক দেয় বিএনপি।