রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিল জব্দসহ মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন ৬১ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার ৬১ আসামিদের কাছ থেকে চার হাজার ৬৯৫টি ইয়াবা ট্যাবলেট, ২৪ কেজি ৭৫০ গ্রাম ১৩০ পুরিয়া গাঁজা, এক গ্রাম ২০৫ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।