রাজধানীতে জাটকা (অপরিণত ইলিশ) মাছ অবৈধভাবে মজুদ ও বিক্রি করার দায়ে সাত আড়ত মালিককে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এসময় ২.২ টন জাটকা উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত র্যাব-২ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সহকারী পরিচালক (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু অসাধু ব্যবসায়ী দেশের আইন অমান্য করে ৪-৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ মাছ অবৈধভাবে মজুদ ও বিক্রয় করে আসছিলেন। এ অপরাধে সাতটি আড়তের মালিককে সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উদ্ধার করা হয় ২.২ টন জাটকা। অভিযান শেষে জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।