রাজধানীর শাহবাগ থানা এলাকার দোয়েল চত্বর থেকে উদ্ধার হওয়া অচেতন যুবক আবুল হোসেন রনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিন পথচারী আবুল হোসেন রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই সময় রনি অচেতন ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
মৃত রনির গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর পশ্চিম সৈয়দপুর গ্রামে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল মতিনের ছেলে। রনি নিউমার্কেট থানাধীন ৩২৪ এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রনির মাথায় আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে রনিকে ভর্তি করা সেই পথচারীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের দেওয়া মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।