রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেই সম্প্রতি আক্রান্ত ও মৃত্যুর হারও বেড়েছে।
এদিকে জনসাধারণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বিশেষ কর্মসূচি চলছে পুলিশের।
সোমবার দুপুরে এ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবী থানা পুলিশ বিনামূল্যে দেড় হাজার মাস্ক বিতরণ করেছে।
এদিন মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড, সাগুপ্তা মোড়, পূরবী সিনেমা হলের সামনে ও অরজিনাল ১০ নম্বর বাসস্ট্যান্ডে মাস্ক বিতরণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।
তিনি জানান বলেন, আজ আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে দেড় হাজার মাস্ক বিতরণ করেছি। এছাড়াও জনগণকে সচেতন করতে মাইকিং করেছি। মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছি। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি। আইজিপি ও ডিএমপি কমিশনারের নির্দেশে মাস্ক বিতরণ করা হচ্ছে।