1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

রাজনৈতিক দলগুলোর মতামতে ইভিএমে ভোট নেবে- ইসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার মতামতের ভিত্তিতে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেবে ইসি। সেই সূত্র ধরে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে ও যাচাই-বাছাই করতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সংশ্লিষ্টরা এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা বলেন, ইভিএম যাচাই করে মতামত দেওয়ার জন্য আগামী ১৯ জুন থেকে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে ডাকা হবে। প্রতিদিন ১৩টি দলকে তিন ভাগে আমন্ত্রণ জানানো হতে পারে। ইতোমধ্যে দেশসেরা প্রযুক্তিবিদদের মতামত নিয়েছে সংস্থাটি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ১৯ জুন জাতীয় পার্টিসহ ১৩টি দল, ২১ জুন বিএনপিসহ ১৩টি দল ও ২৬ জুন আওয়ামী লীগসহ ১৩টি দলকে ডাকা হবে। প্রতিটি দল তাদের প্রতিনিধি-কারিগরি টিমের পাঁচজন করে সদস্য পাঠাতে পারবে। দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে কয়েক দিনের মধ্যেই চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।

আগামী সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি থেকে আগের ছয় মাসের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রথমবারের মতো ২০১১ সালে ইভিএমে ভোটগ্রহণ চালু করে। বর্তমানে ইসির কাছে ১ লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে। যা দিয়ে ১০০টির মতো আসনে ভোট নেওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি