রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ৩৬৬ নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ২৭ শতাংশ।
রবিবার সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত ৬ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জের। এছাড়া ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আরও ১ জন, রাজশাহীতে ১ জন, নাটোরে ১ জন এবং চুয়াডাঙ্গার ১ জন আছেন। নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩৫ জন।
রবিবার বেলা ১১টা থেকে সাহেববাজার জিরোপয়েন্টেসহ বিভিন্নস্থানে পথচারীদের রেনডম করোনা টেস্টের (রেপিড টেস্ট) উদ্যোগ নিয়েছে।
রাজশাহী মহানগরীর জিরোপয়েন্ট, তালাইমারি, হড়গ্রাম এবং লক্ষ্মীপুরসহ মোট পাঁচটি পয়েন্টে আজ পথচারীদের রেপিড টেস্ট করা হবে।
রাজশাহীতে উদ্বেগজনকভাবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কমিউনিটি ট্রান্সমিশন চিহ্নিত করতে এমন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।