করোনায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু ।কিছুক্ষণ আগে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে। এ কয়দিনে রামেক হাসপাতালে করোনায় মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা।
এর আগে, মঙ্গলবার (৮ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও পাবনার একজন রয়েছেন।
এছাড়া, রোববার (৬ জুন) সকাল ১০টা থেকে সোমবার (৭ জুন) সকাল ১০টা পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনা জেলার একজন করে রয়েছেন।
অপর দিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩৫ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১১৯ জনের। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪৫৪ জনে।