রানিকে শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের ওয়েস্টমিনস্টার হলে জড়ো হচ্ছেন হাজারও মানুষ। অন্তত দুই লাখ মানুষ রানির কফিন দেখার জন্য টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থান করছেন।
গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেসে শ্রদ্ধা নিবেদন শেষে ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়া হয় রানির কফিন।তার সম্মানে দেওয়া হয়েছে গান স্যালুট। আগামী চারদিন ওয়েস্টমিনস্টার হলেই রাখা হবে রানির মরদেহ।
এর আগে বুধবার রাজকীয় শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে আসা হয়। রানির জ্যেষ্ঠ সন্তান ও যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস, তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের সদস্যরা সেই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
রয়্যাল পতাকায় মোড়া রানির কফিনের ওপরেই রাখা হয় তার মুকুট। রাস্তার দুই পাশে ছিল হাজারও মানুষের ভিড়।
১৯ সেপ্টেম্বর সেখানেই আয়োজিত হবে রানির শেষকৃত্যের অনুষ্ঠান। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এরপর ওয়েস্টমিনস্টার অ্যাবেতেই সমাধিস্থ করা হবে রানিকে।গেল ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।