ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে শুক্রবার ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত হয়ে গেছে। এদিনের বাকি সব খেলাও স্থগিত। শনিবার থেকে খেলা হবে কি না, তা পরে জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। শুক্রবার দ্বিতীয় দিনের খেলাও হবে না বলে জানিয়েছে তারা। তবে দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড জুড়ে জাতীয় শোক থাকায় তৃতীয় টেস্টের বাকি তিন দিনের খেলা হবে কি না তা এখনো নিশ্চিত নয়।
বৃহস্পতিবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।
বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতেও তার সমস্যা হচ্ছিল।