মোঃ আরাফাত আলী, বিশেষ প্রতিনিধি (নওগাঁ): নওগাঁর রানীনগর উপজেলার প্রশিকা মাঠে পরিচর্যাধীন অবস্থায় থাকা প্রায় আড়াই শতাধিক গাছ কেটে নষ্ট করে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গতরাতে রানীনগর- আত্রাই সড়কের পাশে প্রশিকা মাঠে পরিচর্যাধীন অবস্থায় থাকা প্রায় আড়াই শতাধিক আমগাছ, ৪টি পেঁপে গাছ,এবং ১০টি নারিকেল গাছের চারা কেটে ফেলেছে বলে জানা যায়। এর আগে ‘সবুজ বেষ্টনীতে গড়বো বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রশিকা মাঠে গাছের চারাগুলো রোপন করা হয়েছিলো। কিন্তু কে বা কারা এ ধরনের ঘৃণিত কাজটি করেছে সে বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
বাগানের পরিচর্যাকারী আব্দুস সাত্তার বলেন ‘আমি গতকাল বিকেল পর্যন্ত গাছের পরিচর্যা করি। রাতে আমার ডিউটি না থাকায় মাঠের নিকটে অবস্থিত আমার বাসায় চলে যাই। সকালে পুনরায় গাছের পরিচর্যা করতে আসার পর দেখতে পাই সবগুলো গাছ কে বা কারা কেটে রেখে গেছে। এরপর আমি প্রশিকার ম্যানেজারকে কল দিই। প্রশিকার ম্যানেজার এবং রানীনগর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’ প্রশিকার রানীনগর এরিয়া ম্যানেজার জানিয়েছেন ‘গাছ কাটা অবশ্যই একটি ঘৃণিত অপরাধমূলক কাজ। পরবর্তীতে যাতে এমন অপরাধের পুনরাবৃত্তি নাহয় সেজন্য আমরা খুব দ্রুত আইনের আশ্রয় নিবো। আইনি প্রক্রিয়ায় অপরাধীদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে।’
রানীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম বলেন ‘খবর পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’