গাজার তাল আস-সুলতান এলাকার তাঁবু ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় ৪৫ জন নিহতের পর জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। তাদের সমর্থন করে স্লোভেনিয়া।
কূটনীতিকরা জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফাহ শহরে বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্যাম্পে ইসরায়েলি হামলার পর মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে।
আলজেরিয়া (বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য) এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।
রাফায় ইসরায়েলের বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ৪৫ জন মারা গেছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে।
যারা রাফায় আশ্রয় নিয়েছিল তাদের শিবিরে এই হামলা চালানো হয়। রাফার আশ্রয়শিবিরে ইসরায়েলের এমন প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর, নরওয়ে, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে) রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার দুই দিন পরই শহরটিতে এমন নারকীয় হামলা চালাল ইসরায়েলি বাহিনী।
গত ৭ মে ইসরায়েল রাফায় হামলা শুরু করার পর শহর ছেড়ে আট লাখের বেশি মানুষ পালিয়েছে।
তবে এখনো সেখানে বহু মানুষ রয়ে গেছে। কেননা ইসরায়েল গাজার সব জায়গায়ই হামলা চালাচ্ছে। সেখানে কোনো নিরাপদ স্থান নেই।
খবর আরব নিউজ