ভালো শুরুর পরেও ভুল শর্টে নিজের ৯ রানে রাবাদার বলে ধরা পড়ে সাজ ঘরে ফেরেন। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাল জার্সিতে মাঠে নামে।
নাঈম ফিরে গেলে সৌম্য মাঠে নেমেই রাবাদার দ্বিতীয় শিকারে পরিনত হয়ে ০ রানে ফিরে দলকে বিপদে ফেলে যান। সেই বিপদ আরো বেড়ে যায় মুশফিক রহিম ০ রানে রাবাদার তৃতীয় শিকারে পরিণত হলে।
স্কোর: ৫.৩ ওভারে ৩ উইকেটে ২৪ রান। লিটন ১২ ও রিয়াদ ০ রানে অপরাজিত আছেন।
কাগজে-কলমে এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাইলে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ছাড়া গতি নেই মাহমুদউল্লাহদের। আজ মঙ্গলবার অবশ্য দক্ষিণ আফ্রিকার জন্যও জিততেই হবে, এমন এক ম্যাচ এটি। সাম্প্রতিক ফর্ম নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখছে। অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচে আত্মবিশ্বাস ফেরানো জয় পেয়েছে প্রোটিয়ারা। উল্টো অবস্থা বাংলাদেশের। টানা তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। চোট কেড়ে নিয়েছে সাইফউদ্দিন ও দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে। টিম ম্যানেজমেন্টের অপরিণামদর্শিতায় দলের সঙ্গে বিকল্প খেলোয়াড়ও নেই। আজকের ম্যাচে তাই পরিষ্কার ফেবারিট দক্ষিণ আফ্রিকা