সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন।
এসময় প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন, রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের প. প.কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল – সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ মিঠু, পৌর বিএনপি সভাপতি জসিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারি – বে সরকারী কর্মকর্তা, বিভিন্ন মসজিদের প্রেস ইমান, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
সভায় আসন্ন ঈদুল ফিতর ও গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা- জাতীয় দিবস শান্তিপুর্নভাবে উদযাপনের লক্ষে নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়।