সাইফুল ইসলাম,রামগড় প্রতিনিধি: রামগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেন খাগড়াছড়ি জেলা কার্যালয় কর্তৃপক্ষ।বুধবার (৫ জুন ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।এ সময় নানা অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডে অপরাধ প্রমাণিত হওয়াতে ৪টি প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় খালেক হোটেল মালিক,কে ১০হাজার, মেয়াদহীন কসমেটিকস রাখার অপরাধে মের্সাস রুপ কথা, কসমেটিকস,কে ২০হাজার, মেয়াদহীন ঔষধ দোকানে রাখার অপরাধে মের্সাস জাহাঙ্গীর মেডিকেল হল.মালিককে ২০ হাজার ও হৃদয় কসমেটিকস,কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মিসেস নাসরিন আক্তার জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ দ্বারায় অপরাধ প্রমাণিত হওয়াতে রামগড়ে ৪ প্রতিষ্ঠানে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে,ও প্রতিষ্টানের মালিককে সর্তক করা হয়,তিনি আরো জানান ভোক্তা অধিকারের এঅভিযান চলমান থাকবে।
অভিযানে রামগড় থানার উপপরিদর্শক (এস আই )মোহাম্মদ তারেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন।