সাইফুল ইসলাম, রামগড়: উপজেলা বিএনপি নতুন কমিটির সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ, ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ও পৌর শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভুইয়াকে সমন্বয়ক করে উপজেলা বিএনপির বর্তমান কমিটিতে সভাপতি হয়েছে মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূ্ঁইয়া মিঠু ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাফায়েত উল্যাহ ভুইয়া।
পৌর বিএনপির কমিটিতে পুনরায় সভাপতি পদে রয়েছে মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, বর্তমান সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. করিম উল্যাহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবর জেলা বিএনপির সাথে রামগড় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তির্ণ ও দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার অনিয়ম প্রমানিত হওয়ায় ও জনগণ এবং ব্যবসায়ীদের হয়রানীর সুস্পষ্ট অভিযোগ থাকায় সভায় সমর্থন মূলে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। বর্তমান কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণকমিটি গঠন করবে।
উল্লেখ যে গত মেয়াদে রামগড় উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলো হাফেজ আহমেদ ভুইয়া, সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, জেলা বিএনপি সুত্রে জানা গেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা নানা অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়া সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মতামতের ভিত্তিতে এ তিন নেতাকে দলীয় পদ পদবি থেকে বাদ দেওয়া হয়েছে।