1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় প্রধান বাধা জার্মানি: পোল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে প্রধান বাধা জার্মানি। এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ার অভিযোগে সমালোচনার মুখে থাকা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দল রবিবার দেশটির একটি জাতীয় নির্বাচনে বিজয়ী হয়। এরপরই রুশ আগ্রাসন নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন পোলিশ প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে বাণিজ্য ও জ্বালানি সংযোগ ব্যবহার করে পশ্চিমের সঙ্গে রাশিয়ার শান্তিপূর্ণ সংযোগ স্থাপনের চেষ্টা করছে জার্মানি। তবে ইউক্রেনে রুশ আগ্রাসনে সেসব প্রচেষ্টার আপাত ইতি ঘটে। উল্টো ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা না দেওয়ার অভিযোগ উঠে দেশটির বিরুদ্ধে। এবার রুশবিরোধী নিষেধাজ্ঞা আরোপেও দেশটিকে প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করলেন পোলিশ প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি