রাশিয়ার সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয় বলে পশ্চিমাদের সতর্ক করেছেন জার্মানির প্রতিরক্ষা বিভাগের প্রধান জেনারেল এভার্ড জন। বলেছেন, যদি বর্তমান পথ বন্ধ হয়ে যায় তবে, রাশিয়ার দ্বিতীয় ফ্রন্ট খোলার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর পাশাপাশি রাশিয়ার শক্তিশালী নৌ ও বিমান বাহিনীও রয়েছে।
এই জার্মান জেনারেল বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া তার নৌবাহিনীর বড় অংশকেই এখনো ব্যবহার করেনি। সেই সঙ্গে বিমান বাহিনীও এখন পর্যন্ত ব্যাপকভাবে অংশ নেয়নি। যা ন্যাটোর জন্যও হুমকি স্বরূপ।
খবর এফএক্স এমপায়ার