এক মাসের বেশি সময় ধরে করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনামুক্ত হয়েছেন। ষষ্ঠবার পরীক্ষার পর তাঁর ফল নেগেটিভ এসেছে।
আজ শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে পাঁচবার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল রিজভীর।
গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। পরদিন ১৭ মার্চ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেনস্তর কমে গেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
শায়রুল কবির খান বলেন, রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন এবং নিজে নিজে হাঁটাচলা ও নড়াচড়া করতে পারছেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।