শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান পরিচালনা করে দুই কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে রূপগঞ্জের দিঘিবরাব সাকিন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ অভিযানের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, মোহাম্মদ মুন্না (২৬) রূপগঞ্জের চনপাড়া ২নং ওয়ার্ড এলাকার মোহাম্মদ শাহ আলমের ছেলে,ওই একই এলাকার মোহাম্মদ আজগর আলী (২৭) মোহাম্মদ হাসান আলীর ছেলে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মুন্নার কাছ থেকে বিশেষভাবে রক্ষিত অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই মাদকের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছি যে, জব্দকৃত মাদকদ্রব্য মুন্না দীর্ঘদিন যাবৎ নিজ হেফাজতে রেখে আজগর আলীর সহযোগীতায় রূপগঞ্জের চনপাড়াসহ আশ পাশের এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেকে আদালতে পাঠানো হয়েছে।