মোঃ আনিসুর রহমান প্রধান: রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় কিছু নিরীহ মানুষকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩ সেপ্টম্বর ) সকালে রূপগঞ্জের বরাব এলাকায় সহিদুল, শাকিল ও মিজানের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী ও কয়েকজন শিক্ষার্থী এ মানববন্ধনে আংশগ্রহন করেন।
এসময় তারা বলেন গত ২৪ আগষ্ট সন্ধ্যায় রূপগঞ্জের খাদুন এলাকায় রূপসী গাজী টায়ারস্ কারখানার ভেতরে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটে, সেখানে তাদের কোন উপস্থিতি কিংবা কোন ধরনের সম্পৃক্ততা নেই। তারা যেখানে উপস্থিত ছিলো না, সেই প্রমানও তাদের কাছে রয়েছে। তাদের বিরোদ্ধে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তারা এসময় অভিযোগ করেন।