হুমায়ূন কবির, বিশেষ প্রতিনিধি: গতকাল শুরু হওয়া ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাতে পটুয়াখালীর সব কয়টি উপজেলার আঘাত হানে।ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় অনেক ঘর বাড়ি বিদ্ধস্হ হয়, নদীর পানি স্বাভাবিক উচ্চতা থেকে কয়েক ফুট বেশি হওয়ায় পটুয়াখালীর অন্যান্য উপজেলার মতো বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর তীরে অনেক কাঁচ পাকা রাস্তা ঘাট পানিতে ডুবে গেছে একই সঙ্গে ডুবে গেছে অনেক ঘর বাড়ি, পুকুর মুরগির খামার ও স্কুল। বিশেষ করে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর পশ্চিম পারে নাজিরপুর ইউনিয়ন ও তেঁতুলিয়া নদীর পুর্ব পারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বাসির দূর্রভোগ চরম পর্যায়ে। পূর্বপ্রস্তুতি থাকায় মানুষের জানের কোন ক্ষতি না হলেও রবিশষ্য ও পুকুরের মাছ অনেক মুরগির খামার একেবারে শেষ। অনেক জেলের মাছ ধরার জাল পানির শ্রোত ভেসে যায়। সর্বশেষ বিকাল সাড়ে চারটায় পর্যন্ত জানা যায় এখনও জোয়ার এবং প্রচন্ড দমকা হাওয়ায় বইছে। সবাই আতঙ্কে রাতে পানি বৃদ্ধি পেলে তাদের ক্ষতির সম্ভাবনা প্রবল।