1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

রেলওয়ের উচ্চপদে রদবদল, পরিবর্তন আনতে বদ্ধ পরিকর দুই শীর্ষকর্তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
রেলওয়ের উচ্চপদে রদবদল, পরিবর্তন আনতে বদ্ধ পরিকর দুই শীর্ষকর্তা
বাঁ থেকে সরদার শাহাদাত আলী ও মো. জাহাঙ্গীর হোসেন

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ রেলওয়ের দুই শীর্ষ পদের রদবদল হয়েছে। রেলওয়ের পরিবহণ বিভাগের শীর্ষ কর্তা পদের দায়িত্ব পেয়েছেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম-অঃদাঃ) সরদার শাহাদাত আলী এবং খুলনা-মংলা রেললাইন প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর হোসেনকে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) পদে দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার কর্মস্থলে যোগদান করেছেন। গত রবিবার রেলপথ মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগের উপ-সচিব মো. আবদুর রহীম স্বাক্ষরিত এই দুই শীর্ষ পদের রদবদলের দফতারাদেশ জারি করা হয়েছে। তবে এই রদবদলের মাধ্যমে রেলওয়েকে আরও গতিশীল, শৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি এবং নানাবিধ পরিবর্তন আনতে বদ্ধ পরিকর বললেন দুই শীর্ষ কর্তা।
দায়িত্বগ্রহণ করার কথা জানিয়ে অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন) সরদার শাহাদাত আলী বলেন, প্রশাসন সেখানেই দায়িত্ব দিবেন, সেখানেই কাজ করবো। সরকারের চলমান প্রকল্পগুলোসহ নানাবিধ পরিকল্পনার বিষয়ে আরও গতিশীল হয়ে কাজ করতে হবে। এতে দেশের জনগণ রেলওয়ের প্রতি আরও আন্তরিক হবেন। তবে সরকারের চলমান প্রকল্পগুলো শেষ হলেই ট্রেন ভ্রমণে যাত্রীরা আরও আগ্রহী হবে বলেও জানান তিনি।
পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কাজের মানুষরা সবসময় কাজের মধ্যেই থাকেন। নতুন নতুন পরিকল্পনা বের করেন। সরকার তথা রেলমন্ত্রীর নেতৃত্বে রেলওয়ের বহরে নতুন নতুন কোচ যুক্তের পাশাপাশি অনেক পরিবর্তন এনেছেন। তবে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করলে, আরও বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলে জানান তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই দায়িত্ব পালন করা রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন) মিয়াজাহানের অবসরের কারণে এই পদটি শূন্য হয়। এরপর জিএম পদটিও স্থায়ী ছিল না। দু’টি পদে উক্ত দুই কর্তা যোগদানের মাধ্যমে রেল আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস রেল সংশ্লিষ্টদের। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদল হবে শীঘ্রই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি