জোর গুঞ্জন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর ক্লাবটিও তাকে ছেড়ে দিতে প্রস্তুত। তবে চলতে থাকা গুঞ্জনের ইতি টানলেন দলটির প্রধান কোচ এরিক টেন হাগ। রোনালদোকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
ইউনাইটেডের সঙ্গে প্রাক-মৌসুমের ম্যাচের জন্য থাইল্যান্ড সফরে যাননি রোনালদো। এজন্য ফুটবল মহলে গুঞ্জন আরও বেড়ে যায় সিআর সেভেনের ম্যানইউ ছাড়ার। তবে ঐ ব্যাপারটি এবার খোলসা করেছেন
করে টেন হাগ, ‘সে (রোনালদো) আমাদের সঙ্গে নেই ব্যক্তিগত কারণে। এ মৌসুমে আমরা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়েই পরিকল্পনা করছি, এটাই শেষ কথা।’
রোনালদো বিক্রির জন্য নয় জানিয়ে টেন হাগ আরও বলেন, ‘আমি তার সঙ্গে কাজ করার জন্য মুখ্যে আছি। ক্রিস্তিয়ানো বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনায় ভালো করেই আছে। আমরা সম্মিলিতভাবে সফল হতে চাই।’
গত মৌসুমের শুরুতে জুভেন্টাস থেকে দুই বছরের চুক্তিতে ফের ইউনাইটেডে যোগ দেন রোনালদো। দ্বিতীয় মেয়াদেও দারুণ সফল এ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে করেছেন ২৪ গোল। দলের হয়ে সর্বোচ্চ।