আগামীকাল রোববার থেকে শুরু হওয়া ঢাকা-ওয়াশিংটন সংলাপে র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ শনিবার রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আর্ট ফেস্ট ২০২১-২২ এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-ওয়াশিংটনের অংশীদারি সংলাপ আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে হবে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। আর র্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছি।
ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দ্বিপক্ষীয় এ সংলাপে নিরাপত্তা, র্যাবের ওপর নিষেধাজ্ঞা, ইউক্রেন ইস্যু, সামরিক সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।