করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ এপ্রিল ভোর ৬টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। বলবৎ থাকবে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।
মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিন। হ-জ-ব-র-ল অবস্থার মধ্য দিয়ে ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় দিনের লকডাউন।
রাজধানীর রাস্তায় বাস ছাড়া দেখা যাচ্ছে সব ধরনের পরিবহন। ফলে ভোগান্তির পাশাপাশি পরিবহন সংকটে পড়ে অফিসগামী সাধারণ যাত্রীরা। তারা বলেন, অফিস আদালত সব খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার কোনও মানে হয় না।