মোঃ জায়েদ হোসেন,কমলনগর প্রতিনিধিঃ কমলনগর চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। রবিবার রাতে চোরচক্র উপজেলার হাজিরহাট মিল্লাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা পরিষদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান হাবীবের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া ইতিপূর্বে উপজেলার বিভিন্ন অঞ্চলে চুরি- সিঁধেল চুরি সংঘটিত হওয়ারও খবর পাওয়া গেছে।
সাবেক প্রধান শিক্ষক আহসান হাবীব বলেন , আমার ঘর তালাবন্ধ ছিল। পরিবারের সবাই অন্যত্র বেড়াতে গিয়েছে। এই সুযোগে চোরচক্র রবিবার (১০.১১.২০২৪) তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং আলমিরা ভেঙ্গে নগদ ১৪ লক্ষ টাকা সাত ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। অনুরূপভাবে মিল্লাত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন বিদ্যালয়ের গ্রীল কেটে ও তালা ভেঙ্গে চোরচক্র বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। এসময় তারা বিদ্যালয়ের কাগজপত্র তছনছ করে। তারা প্রাথমিক বৃত্তির পরীক্ষার ফি ও সহকারি শিক্ষকদের জমানো তেইশ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে কমলনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে চরফলকন গ্রামের মো. রাসেল ও মমিন উল্যাহ জানালেন কিছুদিন পূর্বে তাদের ঘরে সিঁধ কেটে চোর ঢুকে ছিল। রাসেলরা টের পাওয়াতে চোর কোন কিছু না নিতে পারলেও মমিন উল্যার চুরি হয়েছে আশি হাজার টাকা। তরে তারা থানায় অভিযোগ করেনি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুল হাসান বলেন, রবিবার রাতে সংঘটিত চুরির ঘটনা বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় বিচ্ছিন্ন কিছু চুরির ঘটনা ঘটলেও থানায় অভিযোগ তেমন আসেনা।