1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

নজির আহম্মদ
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
লক্ষ্মীপুরঃ  লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা। পাকিস্তানের প্রেতাত্মারা হঠাৎ নতুন করে জেগে উঠেছে। তারা নরেন্দ্র মোদিকে আসতে দিতে চায় না। হুশিয়ার- আপনারা সিদ্ধান্ত দেয়ার কে?
হানিফ আরো বলেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে যিনি আসবেন, দেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব তাকে সম্মান করা। পৃথিবীর সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে নীতি হিসেবে জাতির পিতা ঘোষণা করেন। কোনো দেশের সঙ্গে সমস্যা থাকলে তা দ্বিপাক্ষিক সিদ্ধান্তে সমাধান করা হবে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে জেলা আওয়ামী লীগ এ সভা করেন।দুপুর ৩টায় ১১ এপ্রিল উপ-নির্বাচনে এমপি প্রার্থী এডঃ নুর উদ্দিন চৌধুরি নয়নকে বিজয় করার লক্ষে লক্ষ্মীপুর মহিলা কলেজ মাঠে রায়পুর উপজেলার পৌরসভাসহ ১১ ইউনিয়ন ও সদর উপজেলার ৯ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং দলের সভাপতি ও সাধারন সম্পাদক দের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।
মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনা নিজেকে বিশ্বে দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বিদেশিরা বলেছেন, শেখ হাসিনা এখন অনেকের কাছে অনুপ্রেরণাময়ী নেতা। আমেরিকান সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস ডোনাবেট ক্রিস্টোফ লিখেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা আমেরিকার জন্যও অনুপ্রেরণা হতে পারে।’
তিনি আরো বলেন, বিএনপি ৭ মার্চ উদযাপন করেছিল। এর মধ্যে রাজনৈতিক চাল আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক ভাষণেই দেশ স্বাধীন হয়নি। আমরাও বলি, এক ভাষণে দেশ স্বাধীন হয়নি। ২৩ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের মাঝে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করেছিলেন বঙ্গবন্ধু। পরবর্তীতে ৭ মার্চের ভাষণে মানুষের মাঝে দ্রোহের আগুন জ্বলেছিল। সেই দ্রোহের আগুনেই পাকিস্তানিরা পুড়ে শেষ হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।
সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌরসভার মেয়র এমএ তাহের, আ’লীগ নেতা এম আলাউদ্দিন, সফিকুল ইসলাম, মিজানুর রহিম, একেএম নুরুল আমিন, সফিক মাহমুদ পিন্টু, মামুনুর রশিদ, ইসমাইল খোকন, কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ, আবুল কাশেম চৌধুরী, ইসমাইল হোসেন চৌধুরী ও একেএম সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফায়িজ উল্যাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগরের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি