1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

লালপুরে কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ পথচারী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার, (নাটোর জেলা) : নাটোরের লালপুরে ডিগ্রি কলেজ গেট সংলগ্ন কালভার্ট স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ায় দুর্ভোগে পড়ে ছে ওই এলাকায় চলাচলকারী  সর্বসাধারণ। বিকল্প সড়ক না থাকায় ঝুকিপুর্ণ ওই কালভার্ট দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে পথচারী যানবাহন।

রবিবার সকালে সরোজমিনে দেখা গেছে, লালপুর ডিগ্রী কলেজ সংলগ্ন পশ্চিম দিকে পিচরাস্তার কলেজ মোড়ের সামনের কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজগামী ছেলে মেয়ে প্রতিনিয়ত এই রাস্তায় ঝুকি নিয়ে চলাচল করলেও যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ক্ষতিগ্রস্থ কালভার্টটি দিয়ে ৫টি গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল আনা নেয়ার করে। কালভার্টের স্লাব ভেঙ্গে পরায় বিপাকে পরেছেন । পার্শে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল ও লালপুর ডিগ্রী কলেজে ও ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা এবং পৌরসভা যাতায়াতের একমাত্র রাস্তায়।

লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন বলেন, আমাদের কলেজ মাঠে অনেক পানি জমে আছে, এবং পার্শে একটি গ্রামে পানি জমা হয়ে আছে এইসব পানি বেরোনোর একমাত্র রাস্তা কালভার দিয়ে, কালভার্টটি ভাঙ্গা থাকায় যানবাহন চলাচল, এতে স্কুলগামী শিশুরা ঝুকি নিয়ে চলাচল করে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমি উপজেলা কর্মকর্তার মহোদয়কে অবগত করেছি শীঘ্রই ব্যবস্থা করার কথা বলেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, কালভার্টের দুরাবস্থার বিষয়টি আমি অবগত আছি, কালভার্টি দু-একদিনের মধ্যেই সংস্কানের কাজ অর্ন্তভুক্ত করে জনদুর্ভোগ লাঘব করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি