জামিরুল ইসলাম , লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে নতুন শিক্ষাক্রমের উপজেলা পর্যায়ের অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) উপজেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। যা চলবে ২৮ ডিসেম্বর পযন্ত।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান আলী প্রামানিক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা প্রমূখ।
উপজেলায় নতুন কারিকুলাম বিস্তরণবিষয়ক ৭ দিনব্যাপী অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ১৭থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলার ৮৬১ জন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । দুইটি ভেনুতে নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে ৬৪৫ জন ও লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৬ জন ৪৩ জন প্রশিক্ষকের দ্বারা ১১ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।