1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

লালপুরে স্কুলছাত্রীকে ইভটিজিং, থানায় অভিযোগ করায় বাবাকে পিটিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার, ( নাটোর জেলা) : নাটোরের লালপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং করার অভিযোগ উঠেছে শুভ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে মারধর করে গুরুতর আহত করেছে অভিযুক্ত যুবক ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত রতন আলী (৩৭) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ছাত্রীর মা বুলবুলি খাতুন জানান, কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে বখাটে শুভ তার মেয়েকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই শুভ ও তার পরিবার নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে।

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার রাতে আমার স্বামী তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়। বর্তমানে তারা আমাদের হুমকি দিচ্ছে যেন থানায় আর অভিযোগ না করি।”

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, পুলিশ অভিযান চালিয়ে ইভটিজিংয়ে অভিযুক্ত যুবক শুভ ও তার পিতাকে গ্রেপ্তার করা হয়েছে । অভিযোগ মোতাবেক যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি