লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে টেলিভিশন মেকানিক সোহেল হত্যাকান্ডের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই নাটোর ইউনিট।
বুধবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিটের ইন্সপেক্টর এডমিন ফরিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার এয়ারপোর্ট মোড় এলাকার শফিকুল ইসলাম শফি ও তার স্ত্রী কুলসুম বেগম।
এবিষয়ে পিবিআই নাটোর ইউনিটের ইন্সপেক্টর এডমিন ফরিদুল ইসলাম জানান, গত ১২ মার্চ লালপুরের এক ভুট্টার জমি থেকে সোহেল নামে এক টেলিভিশন মেকানিকের মরাদেহ উদ্ধার করা হয়। এঘটনায় সোহেলের স্ত্রী নাছিমা বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গত রাতে অভিযান চালিয়ে এমামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ১৩ মার্চ এই হত্যাকান্ডের বিচার ও গ্রেপ্তারকৃত শফি ও তার স্ত্রী কুলসুমকে গ্রেপ্তারের দাবিতে সড়কে লাশ রেখে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে একই দাবিতে ১৫ মার্চ মানববন্ধন অনুষ্ঠিত হয়।