জামিরুল ইসলাম স্টাফ রিপোর্টার (নাটোর ) : নাটোরের লালপুরে, লালপুর উপজেলা প্রেসক্লাবের জরুরী মিটিং ও সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ জনতাসহ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (৯ আগস্ট) সকালে জরুরী মিটিং সভায় বক্তারা বলেন দেশের অস্হিতি কারণে সারাদেশে জ্বালাও পোড়াও হামলা, ভাঙচুর, সহিংসতা ওহিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িতে হামলা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জান মাল রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, যেকোন প্রকারের অগ্নিসংযোগ, ভাংচুর, হয়রানি, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাহীন ইসলাম, সহ- সভাপতি আব্দুর রশিদ মাস্টার, প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সাবেক সদস্য জামিরুল ইসলাম , যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইনতাজ হোসেন, দপ্তর সম্পাদক জামিল হোসেন, তথ্য গবেষণা ও ক্রিয়া সম্পাদক মাহাবুর রহমান, ( সাবেক) যুগ্ম সাধারন সম্পাদক ফারহানুর রহমান রবিন, (সাবেক) অর্থ-সম্পাদক আল বেরুনী, সম্মানিত সদস্য মোঃ শিমুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ মিঠু, মোঃ সজিবুল ইসলাম, মোঃ শোভন আমিন, মোঃ মিঠুন আলী, মোঃ ফাইম বিশ্বাস, তুষার আলী প্রমূখ।
পরিশেষে সারাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ জনতাসহ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।