জামিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, (নাটোর জেলা) : নাটোরের লালপুরে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া শেষ হয়েছে। শুক্রবার ( ২৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন জমাদান পর্ব শেষ হয়।
মনোনয়নপত্র জমাদান শেষে প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, সভাপতি পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন ২ জন সালাহ্ উদ্দিন ও ইনতাজ আলী, সহ-সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ২ জন। এরা হলেন, শাহীন ইসলাম, আব্দুল মোতালেব রায়হান। সাধারণ সম্পাদক পদে ২ জন হলেন ফারহানুর রহমান ও জামিরুল ইসলাম। যুগ্ন-সাধারণ সম্পাদক মনোনয়ন পত্র উত্তোলন করেছেন ৪ জন, তারা হলেন ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আসিরুল ইসলাম ও সজীবুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে ২ জন আল বেরুনী ও শাকিল আল সিফাত ও দপ্তর সম্পাদক পদে ২ জন সাব্বির আহমেদ মিঠু ও আবু তালেব। অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা বিহীন ফরম উত্তোলন করেন, অর্থ সম্পাদক পদে জামিল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহাবুর রহমান, ধর্ম ও ক্রীড়া সংস্কৃতিক সম্পাদক পদে শিমুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে ২ জন আব্দুর রশিদ ও মোয়াজ্জেম হোসেন।