মুহিবুল হাসান রাফি: তীব্র রোদে মানুষ যখন তৃষ্ণায় অস্থির,কড়া রোদেও খেটে খাওয়া মানুষ যখন অন্ন জোগাতে নেমেছে রাস্তায়, ঠিক তখনও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মিটাতে জেগে ওঠেছে স্বনামধন্য ভলান্টিয়ার সংগঠন লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিম।জলবায়ু পরিবর্তনে জনজীবন হয়ে পড়েছে অস্থিতিশীল। অদ্য ৩০শে সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার আশেপাশে জায়গায় শ্রমজীবী মানুষের হাসি ফোটাতে আয়োজন করেছে রাকিবুল রহমান জিহানের নেতৃত্বে তৃষ্ণা মিটাই প্রজেক্ট।উক্ত আয়োজনে লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিমের ১৭ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে।এতে প্রায় ৪০০ এর বেশি পেশাজীবি মানুষ,খেটে খাওয়া মানুষ,পথশিশু,শ্রমজীবি মানুষের কাছে ঠান্ডা পানি,শরবত বিতরণ করা হয় তৃষ্ণা নিবারণের জন্য।