আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় জ্বালানি ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার তারিক আল জেদাদ জেলায় এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন আহত হয়েছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিস্ফোরণের আগে ট্যাংকটিতে আগুন দেখা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।
অগাস্টে বৈরুত বন্দরে রাসায়নিক বিস্ফোরণে ২০৩ জনের মৃত্যুর ঘটনা এখনও অনেকের স্মৃতিতে টাটকা থাকায় শুক্রবারের এ ট্যাংক বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
করোনাভাইরাস মহামারী ও তীব্র অর্থনৈতিক সংকট নিয়েও দেশটির জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
বিস্ফোরণের পর শুক্রবার দমকল কর্মীদেরকে বিভিন্ন ভবনের ব্যালকনি থেকে মানুষজনকে মইয়ের সাহায্যে উদ্ধার করতে দেখা গেছে।
তীব্র শব্দ এবং একই সঙ্গে আমাদের বাড়িটি কেঁপে ওঠায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি; পুরো রাস্তার মানুষ চিৎকার করা শুরু করেছিল, টুইটারে এমনটাই জানান প্রত্যক্ষদর্শী এক নারী।