টানা সাত দিনের যুদ্ধবিরতি শেষে আবারও সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের এক দিনেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া এই সময়ে সেখানে আহত হয়েছে ৫৮৯ জন।
এদিকে উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জবাবে লেবানন সীমান্তে শেলিং করেছে ইসরায়েলি বাহিনী। তাদের এ হামলায় তিনজন নিহত হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহ বলছে নিহত তিনজন তাদের সংঘঠনের সদস্য। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিওট এবং কিরাত সমোনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে। তবে সব হামলাই প্রতিহত করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে এটিই হিজবুল্লাহর প্রথম হামলা।
খবর আল-জাজিরা