1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

লোহাগাড়াকে বিএনপির ভোট ব্যাংকে পরিণত করতে গ্রুপিং ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলায় ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত, গ্রুপিংয়ের কারনে সাধারণ কর্মী সমর্থকদের মাঝে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া, এই বিভক্তি দূরীকরণে ঐক্যের আহ্বান করেছেন লোহাগাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরী পুত্র চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এ.টি.এম জাহিদ চৌধুরী।
অদ্য ১১ নভেম্বর (সোমবার) বিকালে উপজেলার একটি অভিজাত কমিনিউটি সেন্টারে লোহাগাড়া তৃণমূল বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি এ.টি.এম. জাহিদ চৌধুরীর ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে এবং এই ঐক্য প্রচেষ্টাকে সমর্থন করে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায়, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস,এম,আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক এম আব্দুর রহিম।
অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন ইউএই যুবদলের আহবায়ক বিএনপি নেতা ফরিদ আহমদ শাহীন,দুবাই বিএনপি নেতা নাসির আহমদ, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এজিএম মফিজুর রহমান চৌধুরী, প্রতিষ্টাতা বিএনপির সাবেক সভাপতির সুযোগ্যপুত্র জাহাঙ্গীর কবির চৌধুরী, আলমগীর কবির চৌধুরী,  সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহেল আরিফ, জাহাঙ্গীর আলম, হারেজ কোম্পানি, নাসির উদ্দিন, জাহেদ হোসেন, মোঃ সাহাবউদ্দিন, মোঃ ফরহাদ,কুতুব উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, আবু তাহের, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম, আবু রাশেদ,হামিদ হোসেন, ডা: মুহাম্মদ দিদারুল আলম, মিজানুর রহমান নিশান, শহিদুল ইসলাম দুলু, নাজিম উদ্দিন,খায়রুল, তৌহিদ, ইসমাঈল, খোরশেদ, মিনহাজুর রহমানসহ লোহাগাড়া ৯ ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নারী পুরুষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি