শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। রাতের আঁধারে দেশটিতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।
মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থা আনাদোলু প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৭০ দশমকি ৩ কিলোমিটার গভীরে ছিল। তবে, কম্পনের জেরে আহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।